শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে অস্ত্রসহ ১৮ মামলার আসামিসহ চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার ও রক্তমাখা রামদা এবং চাইনিজ কুড়াল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

শনিবার সকালে প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আহমেদ।

গত ২২ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনা জেলার আটপাড়া থানার মঙ্গলসিধ এলাকা থেকে রাজুর ঘাতক মো. ইব্রাহিম (২০) ও কোতোয়ালি থানার সানকিপাড়া এলাকা থেকে আসামি আল আমিনকে (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামির হেফাজত থেকে দুটি রক্তমাখা রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

আজ দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির পরিপ্রেক্ষিতে সানকিপাড়া এলাকা থেকে মো. নোমান ওরফে গালকাটা নোমানকে (২৮) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের সানকিপাড়া রেলগেইট মসজিদ মার্কেট মেডিসিন কর্নারের সামনে রাজুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার পর রাজুর ভাই মো. আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ - জাতীয়