ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ শহরের বাইপাস এলাকায় একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় হিমেল নামে এক ব্যক্তি প্রাইভেট কারে বসা অবস্থায় মারা গেছেন। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার (৪ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ও জেলা প্রশাসক মুফিদুল আলম ঘটনাস্থলে আসেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, বেলা পৌনে ৩টার দিকে ফোনে বাইপাস এলাকার রহমতপুরে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পৌনে ৪টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে। তবে পাম্পের আগুন নিয়ন্ত্রণে এলেও একটি এলপিজি কনটেইনারে তখনও আগুন কিছুটা জ্বলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগে। পরে কাছের প্রাইভেটকারে আগুন ধরে যায়। এ সময় ও কারে বসা অবস্থায় মারা যান হিমেল নামে একজন।
তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।