কক্সবাজার থেকে জাফর আলম :
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারের জড়িত প্রধান মোহাম্মদ ইয়াছিনসহ ৪ দালালকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের মধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা। আটককৃত দালালেরা হলেন, মোহাম্মদ ইয়াছিন, জুবায়ের, নাজির হোসেন ও রামিমুল ইসলাম রাদীদ।
শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী। তিনি বলেন, অবৈধভাবে সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে ৫৭ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ দালাল ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা।