রংপুর প্রতিনিধি :
রংপুর নগরীর একটি এলপিজি স্টেশনের গ্যাস ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বিস্ফোরণে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই স্টেশন ঘিরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সিও বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ঘটনার সময় সোহাগসহ আরও কয়েকজন সেখানে ট্যাংকার মেরামতের কাজ করছিলেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতদিন আগে ট্যাংকারে লিকেজ ধরা পড়ায় বন্ধ ছিলো গ্যাস সরবরাহ। আজ সকাল থেকে মেরামতের কাজ চলছিলো। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এসময় মেরামত কাজে নিয়োজিত চার কর্মীসহ আহত হন অন্তত ১৫ জন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত প্রকৌশলীর পরিচয় (সোহাগ) নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, আহতদের ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণে আশপাশের অন্তত অর্ধশত ঘরবাড়ি ও দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও সুনির্দিষ্ট ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশাহ মাসউদ আলম বলেন, আমরা এলাকা ঘিরে রেখেছি। বিস্ফোরণের কারণ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ট্যাংকারে অতিরিক্ত চাপের কারণেই ঘটে এই বিস্ফোরণ। এ ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।