সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যান নিখোঁজ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ


রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ আগস্ট) মধ্যরাত পর্যন্ত বাড়ি না ফেরায় চন্দ্রঘোনা থানায় এ নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করেছে তার পরিবার।

নিখোঁজ আদোমং মারমার স্ত্রী জানান, সকালে বাড়ি থেকে রাজস্থলী উপজেলায় যাওয়ার জন্য বের হন তার স্বামী (আদোমং মারমা)। এরপর দুপুর ১২টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর রাতে চন্দ্রঘোনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম জানান, নিখোঁজের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ডায়েরি করা হয়েছে। গুরুত্ব দিয়ে সব জায়গা তাকে খোঁজ করার চেষ্টা চলছে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ - জাতীয়