রাজশাহী প্রতিনিধি :
পৌষের শুরুতেই রাজশাহীতে আম গাছে আগাম মুকুল এসেছে। ফলে আমচাষিরা মনে আশার আলো দেখছেন। তবে তীব্র শীতে মুকুলের ক্ষতি না হলেও কুয়াশা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
গবেষকদের মতে, ঘন কুয়াশা হলে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমচাষিরা জানান, শৈত্যপ্রবাহ ফলে তাপমাত্রা কমে, বেড়েছে শীতের তীব্রতা। তবুও মহানগরীর বিভিন্ন আম বাগানে জানুয়ারির প্রথম সপ্তাহেই আগাম মুকুল চলে এসেছে।
জেলায় গ্রামীণ এলাকার আম গাছগুলোতে এখনও তেমন মুকুল দেখা যায়নি। তবে মহানগরীর কিছু গাছে আগাম আমের মুকুল দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশ লাইন, ভেড়িপাড়া, মেহেরচন্ডি, মালোপাড়া ও ভদ্রা আবাসিক, সিনিন্দা এলাকায় আম গাছে মুকুলের দেখা মিলছে।
ভেড়িপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, প্রতিবছর কিছু গাছে আগাম আমের মুকুল আসে। এবারও এর ব্যাতিক্রম হয়নি। পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ যেতে না যেতেই গাছে মুকুলে ছেয়ে যাবে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, এখন কিছু কিছু গাছে আগাম আমের মুকুল এসেছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে গাছে গাছে আমের মুকুল দেখা যাবে। তবে ঘন কুয়াশা বা শৈত্য প্রবাহ নামলে আগাম মুকুল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।