লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগরে।
স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। এ সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। শব্দ শুনতে না পাওয়ায় তারা রেললাইনেই অবস্থান করলে ট্রেন ধাক্কা দেয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।