বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শান্তিগঞ্জে এক রাতে গ্রেফতার ১৬

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের এক রাতের বিশেষ অভিযানে ১২ জুয়ারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা ও সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের একটি চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন জামলাবাজ গ্রামের ফয়সল (৫০), মো: লিলু মিয়া (৪২), তাজ উদ্দিন (২৮), মো: আক্তার হোসেন (২৬), মো: ইজাজুল হক (৪০), জুনেল আহমদ (৩৬), শাহিন আহমদ (২৮), আলাউর রহমান (৪০), শহিদ আলী (৪৫), রিপন আহমেদ (৩৫), নোয়াখালী গ্রামের জমির আলী (৫০) ও হেলেন (৩৫)।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃতরা হলেন, গাজীনগর গ্রামের নূর আহমদ মিলন (৩৫) ও মাহবুব আলম (২৩)। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলেন, জামলাবাজ গ্রামের লিয়াকত আলী, হাসারচর গ্রামের আলীনুর খাঁন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ আকরাম আলীর দিক নির্দেশনার বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নোয়াখালী বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়ারী, পাথারিয়া এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সর্বশেষ - জাতীয়