শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে জামাতার রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩০, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ


বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর লাশ শ্বশুরবাড়ির পাশের খেতে পড়ে ছিল। স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ তাঁর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত ব্যক্তি চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের জাকির আকন (৪৮)। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের জাকির আকনের সঙ্গে পুজাখোলা গ্রামের আনোয়ার ব্যাপারীর মেয়ে সোনিয়ার চার বছর আগে বিয়ে হয়। সোনিয়া তাঁর তৃতীয় স্ত্রী। গত সোমবার জাকির তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

জাকিরের স্ত্রী সোনিয়া বেগমের দাবি, তাঁর স্বামী গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। আজ শুক্রবার সকালে তাঁদের (সোনিয়ার) বাড়ির পাশে বীজখেতে স্থানীয় লোকজন জাকিরকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর বাবা আনোয়ার ব্যাপারী জামাতাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান খান জাকিরকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে জাকির আকনের ছেলে রাকিব আকন বলেন, ‘আমার বাবা গতকাল রাতে ফোন করে বলে, “আমাকে তুই এসে নিয়ে যা। আমাকে ওরা মেরে ফেলবে।” এর পর থেকে বাবার ফোন বন্ধ পাই। আজ সকালে জানতে পারি, আমার বাবার লাশ হাসপাতালে। আমার বাবাকে আমার সৎমা ও তাঁর বাবার বাড়ির লোকজন হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

খবর পেয়ে আমতলী থানার পুলিশ জাকিরের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বলেন, জাকির আকন নামের একজনের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাঁরা এ ঘটনায় তদন্ত করবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা, পুলিশের ৩ গাড়ি ভাঙচুর

পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল যোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: টাইমস অব ইন্ডিয়াকে জয়

গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করলে শহীদের সাথে জুলুম হবে: তারেক রহমান

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী সম্রাট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু