গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন স্বাধীন নামের এক অভিযুক্ত। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১-এর গাজীপুর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী।
তিনি জানান, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে স্বাধীনকে শনাক্ত করা হয়। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন এ মামলার সাত আসামির একজন এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।
মামুন খান চিশতী বলেন, রাতভর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন স্বাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।
তিনি বলেন, ‘চক্রের নারী সদস্য বাদশাহ নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিলেন। বাদশাহ ওই নারীকে আঘাত করলে চক্রের বাকি সদস্যরা ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। বিষয়টি দেখে ভিডিও করছিলেন তুহিন। ভিডিও করার বিষয়টি টের পেয়ে চক্রের সদস্যরা তার ওপর হামলা চালায়।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এ কারণ পাওয়া গেছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভিতরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।