রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দোতলা ভাড়াবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বিউটি আক্তার (২৮), মো. জাহাঙ্গীর (৩২) ও শিশু তোহা (৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তার স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন।

তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন রহমান জানান, আশুলিয়া দগ্ধ শিশুসহ তিনজন এসেছেন। বিউটির ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের ৯১ শতাংশ ও শিশু তোহার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, এলপি গ্যাস ব্যবহার করত ওই পরিবারটি। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

 

সর্বশেষ - জেলার খবর