বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩০, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ ছাড়া, নারী ও ৬৫ বছর বয়সের বেশি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বর্তমানে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। এ অবস্থায় আজ বুধবার সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের আয়োজনে এনবিআরের পরামশর্ক কমিটির ৪৫তম সভায় ওইসব প্রস্তাব দেয়া হয়।

বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ নাগরিক, সিনিয়র সিটিজেন ও নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন এফবিসিসিআইযের প্রশাসক হাফিজুর রহমান। এ ছাড়া সর্বনিম্ন ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দেন তিনি।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত