সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে এ কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীর প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সরকার যখন চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছবি ছাড়া ভোটার হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে ইসি মো. সানাউল্লাহ আরও বলেন, কোন জটিলতার কারণে যেন বৈধ নাগরিকরা ভোটার তালিকার বাইরে না থাকেন সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনভাবেই যেন মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় না থাকে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর পর আর হয়তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ নাও হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যেই দেড় শতাংশের বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। যার পরিমাণ প্রায় ১৮ লাখ। ধারণা করা হচ্ছে এটি দুই শতাংশে দাঁড়াতে পরে। যার পরিমাণ হবে প্রায় ২৪ লাখ ভোটার।

আরেক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, বিগতদিনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন। এ নিয়ে সংস্কার কমিশনের সুপারিশও রয়েছে। কেউ আইনেরে ঊর্ধ্বে নয় মন্তব্য করেন তিনি।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ক্ষেপে গিয়ে একি বললেন ! সমস্ত বাংলাদেশের ক-ব-র রচনা হওয়া উচিত !

ক্ষেপে গিয়ে একি বললেন ! সমস্ত বাংলাদেশের ক-ব-র রচনা হওয়া উচিত !

২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছি: আলী রীয়াজ

লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি

রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা : রেলমন্ত্রী

বাংলাবাজার শহীদ মইজুদ্দিন রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক নাজমা পারভীনের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ

টুকুসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

এমপিওভুক্ত হলেন ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না: উপদেষ্টা