সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে দুই চিকিৎসক খুন

প্রতিবেদক
aparadh
অক্টোবর ৩০, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ


রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে আলী আহমেদ ও এরশাদ আলী দুলাল নামে দুইজন চিকিৎসকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ অক্টোবর) রাতের কয়েক ঘণ্টার ব্যবধানে খুন হন এই দুই চিকিৎসক। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। নগরীর লক্ষীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। অপরজন হলেন- এরশাদ আলী দুলাল (৪৫)। তিনি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের কিষ্টগঞ্জ গ্রামের সামির হাজির ছেলে। কিষ্টগঞ্জ বাজারে তার চেম্বার রয়েছে। সেখানেই তিনি চিকিৎসা দিতেন।

জানা যায়, রবিবার রাত পৌনে বারোটার দিকে প্রাইভেট চেম্বারে রোগী দেখা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ডা. কাজেম আলী আহমেদ। নগরীর বর্ণালী মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এসময় ডা. কাজেমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে, রবিবার রাত ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পল্লী চিকিৎসক এরশাদ আলীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এরশাদ আলীকে তার চেম্বার থেকে জোর করে ধরে একটি মাইক্রোবাসে তোলে। এসময় স্থানীয়রা বাধা দিতে গেলে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পরে চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করেছিলো তার পরিবার। রাতে রাস্তার পাশে তার মরদেহের সন্ধান মেলে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চিকিৎসক হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ: টিআইবি

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ১০ নেতাকর্মীর কারাদণ্ড

প্রেমের টানে শিবচরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধাম করে হলো বিয়ে

অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী

বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচির চালিয়ে নেওয়ার ঘোষণা ইশরাকের

দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩৪১৮ জন : প্রাণিসম্পদ মন্ত্রী

নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

৪০০ কোটি টাকার মালিক হাসিনার পিওন জাহাঙ্গীর এখন নিউইয়র্কে