নিজস্ব প্রতিবেদক :
ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ সুমন।
বুধবার ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্মাক্ষরিত অনুমোদনের চিঠি সৈয়দ সুমনকে তুলে দেয়া হয়।
সৈয়দ সুমন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। ইতালিতে দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করে আসছিলেন।
এর আগে গত বছরের নভেম্বর মাসে ইতালি আওয়ামী লীগের সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।