আন্তর্জাতিক ডেস্ক :
অনলাইন এয়ারপোর্ট ডিসপ্লে অনুসারে মস্কো বিমানবন্দরে বিমান ওঠানামাসহ ৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মস্কোর সময় ভোর ২টা ১৮ মিনিট (রোববার গ্রিনীচ মান সময় ১১টা ১৮ মিনিট) পর্যন্ত, শেরেমেতইয়েভো বিমানবন্দরে ৩৪টি ফ্লাইট বিলম্ব হয়েছে, ১৭টি ফ্লাইট বিলম্ব হয়েছে ও ডেমোডেডোভেতে তিনটি ফ্লাইট বাতিল হয়েছে, ভনুকোভেতে ১৩টি ফ্লাইট বিলম্ব হয়েছে এবং ঝুকোভস্কিতে ছয়টি ফ্লাইট বিলম্ব হয়েছে। খবর বার্তা সংস্থা তাস’র।
রাশিয়ান আবহাওয়া পরিষেবার প্রধান রোমান ভিলফান্ডের মতে, রোববার মস্কোর পর্যবেক্ষণে ৩ ডিসেম্বর ১৪৫ বছরের সবচেয়ে বেশি তুষারপাত দেখা গিয়েছে।