নিজস্ব প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ রিপোর্টার সৈয়দ শুকুর আলী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ।
ভোটের মাধ্যমে ডিআরইউর এক বছর মেয়াদি (২০২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
এবারের নির্বাচনে ভোট পড়েছে ১ হাজার ৪০৪টি। সভাপতি পদে শুকুর আলী ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৪২৯টি ভোট। অপর সভাপতি প্রার্থী কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ৬০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান পেয়েছেন ৪৭১ ভোট। এ পদে আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।
নতুন কমিটিতে সহসভাপতি পদে শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ এবং কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মনোয়ার হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত সাত সদস্য হলেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াছমিন, সাঈদ শিপন, মুহিব্বুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন ও শরীফুল ইসলাম।