বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দ্রুতই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৬, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্রুতই সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নেমে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা কমেছে বলে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত হত্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সীমান্ত হত্যা কমাতে বিএসএফ-বিজিবি নিয়মিত কাজ করছে।

বুধবার (৬ ডিসেম্বর) স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার কার্যক্রম প্রক্রিয়া চলমান, তাদের নিয়মিতই ধরা হচ্ছে। দেশে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারও চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশন এ পদক্ষেপ জোরদার করতে বললে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জোরালো ব্যবস্থা নেবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক এবং এই সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল দক্ষিণ এশিয়ার মানচিত্রই বদলে দেয়নি, সামগ্রিক সম্পর্কে পরিবর্তন এনেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান প্রতিটি প্রজন্ম মনে রাখবে। এই সম্পর্ক অটুট থাকবে।

তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে। তা যেন না হয়, এজন্যই নির্বাচন কমিশন থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা অত্যন্ত দক্ষ। প্রতিনিয়তই শীর্ষ সন্ত্রাসীদের আটক করা হচ্ছে। আমরা সবসময়ই তাদের চিহ্নিত করে আসছি, এটি একটি চলমান প্রক্রিয়া। তাদের বেশির ভাগই এখন জেলখানায়, না হয় দেশত্যাগ করেছে। যারা বিদেশে আত্মগোপন করেছে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এরইমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমিরেটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

সর্বশেষ - জাতীয়