বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৭, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ


সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় বাস চাপায় ২ জন নিহত ও একজন আহত হন।

অপরদিকে, সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও আরেকজন আহত হন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা মো. রুবেল পারভেজ (৩২) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসিন্দা মো. আব্দুল মান্নান (২৩)। নিহত রুবেল পারভেজ ৪১তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন। তিনি বর্তমানে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ঝিটকা শাখায় কর্মরত ছিলেন।

সাভারে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত মো. ইসমাইল (১৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার মধুপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা খলিল (৪০)। তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের নিরবচ্ছিন্ন লেনে মানিকগঞ্জগামী সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন কয়েক জন। এসময় ঢাকাগামী সেলফি পরিবহনের দুটি বাস ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়। এতে দুইজন নিহত ও একজন আহত হন।

অপরদিকে, সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। এতে মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হন। নিহতের মরদেহ থানায় ও আহতকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবুল হাসান বলেন, দুর্ঘটনার পর দুই পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। পরিবহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জাতীয়