রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ


গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের ভাওয়ালগড়ের বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে রেলপথে নাশকতার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম আজ শনিবার এ তথ্য জানান। পরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ঘটনার পর পুলিশ বলেছিল, রেলপথ কাটার কাজে অক্সিঅ্যাসিটিলিন ও মিথেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। এ ধরনের কাজে দক্ষ একজনকে গাজীপুরের বাইরে থেকে ভাড়া করা হয়েছিল।

গত বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে অক্সিঅ্যাসিটিলিন দিয়ে রেললাইনের শক্ত লোহার পাত গলিয়ে বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ (বগি) লাইন থেকে ছিটকে পড়ে। এতে এক যাত্রী নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় অচেনা ব্যক্তিদের আসামি করে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়। পরে গত বুধবার রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালানো হয়

সর্বশেষ - জাতীয়