রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘প্রমাণ করতে হবে দলীয় সরকার থাকলেও সুষ্ঠু ভোট হয়’

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


প্রধান নির্বাচন কশিনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবারের নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু করে প্রমাণ করতে হবে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও কমিশন নির্বাচন করতে পারে।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সিইসি বলেন, এবার দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা বাকবিতণ্ডা চলছে, নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সহিংসতাও হয়েছে। একটি অংশ নির্বাচন বর্জন করেছে। এসবের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে। এর কোনো বিকল্প নাই।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে সুষ্ঠ নির্বাচন করতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের যে জনবল রয়েছে তা দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সকলকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণায়লের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

সর্বশেষ - জাতীয়