রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আন্দোলন শেষ হয়নি, বিজয়ী আমরাই হবো: মান্না

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপিসহ সমমনা দলের চলমান আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‌‘আন্দোলন শেষ হয়নি। বরঞ্চ নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এ আন্দোলনে বিজয়ী আমরাই হবো।’

রোববার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের উদ্যোগে ‘৬৯’র গণঅভ্যুত্থান এবং এখন’ শীর্ষক এক সেমিনারে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘৭ জানুয়ারি পরিস্থিতিকে মৌলিকভাবে একটুও পাল্টে দেয়নি। বস্তুগতভাবে আগের মতোই আছে অথবা তার চেয়ে আরও পরিপক্ক হয়েছে। বিষয়টি এ কারণেও প্রণিধানযোগ্য যে আন্দোলনকারী দল ও শক্তিগুলো এটা মনে করছেন যে তারা হারেননি ও এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ আন্দোলনের প্রশ্নে কর্মসূচি দিতে শুরু করেছে। আপনাদের মনে আছে, ২০১৮ সালের ডিসেম্বরের ভোট ডাকাতির পর বিরোধী দল কোনো প্রতিরোধ কর্মসূচি দেওয়া তো দূরের কথা, শক্ত প্রতিবাদও করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এখন তারা রাস্তায় নামছে তাদের মধ্যে ঐক্য অটুট আছে এবং শত সহস্র অত্যাচার-নির্যাতনের পরেও সরকার মূল দল বিএনপির মধ্যে কোনো ফাটল তৈরি করতে পারেনি। কি হবে তা দেখার জন্য হয়তো আমাদের আরো খানিকটা অপেক্ষা করতে হবে। তবে এ কথা বলা যায়, আন্দোলন শেষ হয়নি । বরঞ্চ নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এ আন্দোলনে আমরাই বিজয়ী হবো।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘এ নির্বাচন করতে গিয়ে তারা (আওয়ামী লীগ) নিজেদের রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে, সংগঠন বিধ্বস্ত হয়েছে, আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।’

সর্বশেষ - জাতীয়