নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারকে দখলদার আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার ৭ জানুয়ারির ডামি নির্বাচন করে নিজেদের জমিদার মনে করছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে।
সব মহানগরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে প্রচারণা চালান রুহুল কবির রিজভী। এ সময় তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতার দাবি, দেশে সামাজিক নৈরাজ্য এখন চরম আকার ধারণ করেছে। বাংলাদেশ এক চরম অন্ধকারে নিমজ্জিত। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, কৃষকসহ মানুষ অনাহারে চরম কষ্টে দিন কাটালেও সরকার নিরব। এ পরিস্থিতি বাংলাদেশের জনগণ মেনে নেবে না।