শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মাতুয়াইলে নির্মাণাধীন সাত তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তার নাম মো. নান্নু মণ্ডল। বয়স আনুমানিক ৬০ বছর।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাতুয়াইলের মদিনা চত্বর শহরপল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্নুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী রাজু মিয়া জানান, নান্নু রডমিস্ত্রির সহকারী ছিলেন। ওই ভবনের সাত তলায় শাটারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে যান।

নান্নু পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের নিয়ামত মণ্ডলের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়