নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী থেকে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চারমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নগদ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শেখ সাদিক।
গ্রেফতার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মুসলিমের ছেলে। তাকে গ্রেফতারের সময় প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন (৪৪) পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে শেখ সাদিক জানান, গ্রেফতার মনির হোসেন ও পলাতক আসামি আলমগীর চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিলেন। গতকাল তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দেশে অভিনব কায়দায় রওয়ানা হন— এমন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার চারমাথায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সেখানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়। এ সময় প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট নামে পরিচিত মনিরকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করেন। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে করে গাঁজা সরবরাহ করে থাকেন।
গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।