সোমবার , ১১ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চাঁদ দেখা গেছে, কাল রোজা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১১, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রমজান শুরু। সোমবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র রমজান। ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে ফের এসেছে পবিত্র মাহে রমজান।

এদিকে, রাতে এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে আদায় হবে তারাবি নামাজ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করা হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা।

সর্বশেষ - জাতীয়