লালমনিরহাট প্রতিনিধি :
জমি খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় লালমনিরহাটে পাঁচ সাংবাদিককে অফিস গেটে তালা দিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে জেলে পাঠানোর হুমকি প্রদান ও ক্যামেরাপার্সনকে জরিমানা করা সেই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকার প্রত্যাহার করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসকের একটি সূত্র মতে জানা যায়, তাকে লালমনিরহাট সদর থেকে প্রত্যাহার করে ঠাকুরগাও জেলায় বদলি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পাঁচ জন সাংবাদিককে অফিসে আটকে রাখে ওই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকার।
খবর পেয়ে অপর সাংবাদিকরা ঘটনাস্থলে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হলে সাংবাদিকরা দুপুরে ঘটনাস্থলে ত্যাগ করেন।
এ সময় ক্ষোভের বর্শবতী হয়ে এক টেলিভিশনের ক্যামেরা পার্সনের মোটরসাইকেল আটকিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার আব্দুল্লাহ-আল-নোমান সরকার।
সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) অফিসের তিনজন অফিস সহকারী ভূমি সংক্রান্ত শুনানি করছিলেন। সেখানে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন না। মাই টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক মাহফুজ সাজু এ শুনানির ভিডিও ধারণ করেন।
এতে অফিসের স্টাফরা ক্ষুদ্ধ হয়ে সহকারী কমিশনারকে ডেকে আনেন। সহকারী কমিশনার আব্দুল্লাহ-আল-নোমান সরকারের নির্দেশে সাংবাদিক মাহফজু সাজুকে আটকিয়ে রাখা হয়।
খবর পেয়ে প্রেসক্লাব সদস্য সচিব লিয়াকত আলী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি এস.কে সাহেদ সহ ৪ সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদেরকেও অফিসে আটকে রাখা হয়।
এ ব্যাপারে সাংবাদিক মাহফুজ সাজু বলেন, সহকারী কমিশনার (ভূমি) এর অনুপস্থিতে দলিলের শুনানি নেওয়া এবং সেবা নিতে আসা লোকজনের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে- এমন সংবাদের তথ্য সংগ্রহ করতে সহকারী কমিশনারর (ভূমি) অফিসে যান তিনি। এ সময় এসিল্যান্ড তাকে অফিসে আটক করেন।
সহকর্মীদের ফোন দিলে অপর সাংবাদিকরা ঘটনাস্থলে আসলে এসিল্যান্ড তাদেরকেও অফিসে আটকে রাখেন। এ সময় এসিল্যান্ড সাংবাদিক সম্পর্কে খুবই অপ্রীতিকর মন্তব্য করেছেন। তাদের জেলে পাঠানোর হুমকি দেন।
সাংবাদিকদের অফিসে আটকে গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন উত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে কাগজপত্র দেখাতে না পারায় এক মোটরসাইকেল এক ক্যামেরাপার্সনের ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদ করে দুপুর আড়াইটায় সাংবাদিকরা শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযুক্ত সহকারী কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট তুলে নেন।
পরে রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, অভিযুক্ত এসিল্যান্ডকে ঠাকুরগাঁও জেলায় বদলি করা হয়েছে।