সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রিজভীর মতো মাথা গরম করবেন না: ফখরুলকে কাদের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৫, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশকে ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের’ সমাবেশ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জয় বাংলা নিষিদ্ধ করেছে, বিজয়ের নায়ক বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছে।’

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো ‘মাথা গরম’ না করাওর পরামর্শ দেন ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গত দুই নির্বাচনের মতো এবার আরও নাটক করে নির্বাচন করেছে। এই নির্বাচনকে বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গন কেউ গ্রহণ করেনি। আওয়ামী লীগের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। আওয়ামী লীগ ছদ্মবেশী গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে।

এর জবাবে আওয়ামী লীগের সমাবেশে ওবায়দুল কাদের বলেন, এরা দালাল, এদের কারণে গণহত্যার স্বীকৃতি আজও পাইনি। আমরা পাকিস্তানের কাছ থেকে ন্যায্য পাওনা পাইনি। পাকিস্তানি নাগরিকেরা বছরের পর বছর বোঝা হয়ে আছে। কথা দিয়েও তাদের নাগরিকদের ফেরত নেয়নি। পাকিস্তান একাত্তরের গণহত্যা নিয়ে একবারও দুঃখ প্রকাশ করেনি। দেশটির কোনো সরকারও প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের জন্য বাংলাদেশের কাছে এখনো ক্ষমা প্রার্থনা করেনি। যারা পাকিস্তানের দালালি করে, তারা স্বাধীনতার শত্রু।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তানের দালালি করে, তারা আমাদের শত্রু। এই শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, জেলে চার নেতাকে হত্যা করেছিলো। জয় বাংলা, ৭ মার্চ নিষিদ্ধ করেছিলো। ২৬ মার্চ স্বাধীনতার স্থপতিকে নিষিদ্ধ করেছিলো।

মির্জা ফখরুলকে উদ্দেশ্ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে দুপুর বেলায় নয়াপল্টন ময়দানে মির্জা ফখরুল মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে, একাত্তরে আপনি কোথায় ছিলেন? আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? মুক্তিযুদ্ধ সমাবেশ ভুয়া, এটি ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ। হাতে গুনলে কয়জনকে পাবেন? যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা কোন দিন মুক্তিযোদ্ধা হতে পারে না।’

বিএনপির উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে। ফখরুল সিঙ্গাপুর থেকে এসে দিবাস্বপ্নে বিভোর। বিদেশে বিএনপির প্রভু আছে, যারা তাদের ওকালতি করে।

তিনি বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। বিএনপির প্রভু আছে; যারা তাদের স্বার্থের পক্ষে ওকালতি করে। আমাদের বন্ধুরা একাত্তরের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের নির্বাচনে কোনো বিদেশি বন্ধু হস্তক্ষেপ করেনি। বিএনপির বন্ধুরা যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিলো, তখন আমাদের বন্ধুরা নির্বাচনের পক্ষে শক্তভাবে দাঁড়িয়েছিলো।

মির্জা ফখরুলকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো ‘মাথা গরম’ না করার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ফখরুল সাহেব আপনি রিজভীর মতো মাথা গরম করবেন না। বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দিবো। বিএনপির নেতারা কী কী ভারতীয় পণ্য ব্যবহার করে, খুঁজে দেখবো

তিনি আরও বলেন, গণহত্যার স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের দালালদের প্রতিহত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ অন্যরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

থাইল্যান্ডে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের মৃত্যুর শঙ্কা

নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

আগামী নির্বাচনে অন্তত ২০ আলেমকে সংসদে পাঠাতে হবে: ধর্ম উপদেষ্টা

সচেতন না হলে ১০টি বার্ন হাসপাতাল করেও প্রাণ বাঁচানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ অভিনেত্রীর

যারা গুদামজাত করছে তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী