শুক্রবার , ১৭ মে ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাসাবোতে ১০ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
মে ১৭, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাসাবোতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন– আলতাফ হোসেন (৪০) ও অন্তর (২৫) ও মফিজুল ইসলাম (২০) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের ওপর থেকে হঠাৎ করেই বাঁশের মাচান ভেঙে তিনজনই নিচে পাড়ে যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জরুরি সেবা-৯৯৯ খবর দেন। ভবনে নির্মাণে যথাযথ নিরাপত্তা না নেয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ১০তলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে হঠাৎ তিনজন শ্রমিক নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অন্তর ও আলতাফ নামে দুজন মারা যান। অন্যদিকে গুরুতর আহত মফিজুলকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভার্তি করা হয় । পরে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, বাসাবোর একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিক সকালে মারা যান। এ ঘটনায় শ্রমিক মফিজুল গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) হায়াতুল ইসলাম খান জানান, ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - জাতীয়