নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় রিমালে বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদুল আজহার সাত দিন আগেই এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কার শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে আসন্ন ঈদে সড়কপথে যাত্রা সংক্রান্ত সভায় এ নির্দেশনা ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, এবারও জরুরি প্রয়োজন ছাড়া ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি বন্ধ থাকবে। ঈদের আগের সাত দিন ও পরের পাঁচ দিন সার্বক্ষণিক সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকের কাছে তেল বিক্রি করলে ফিলিং স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্ষায় সিটি করপোরেশনকে ঢাকার রাস্তা খোঁড়া বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
ঈদযাত্রায় রাস্তায় যানজট নিরসন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মহাসড়কের ওপর ২১৭টি পশুর হাট সরিয়ে নিতে হবে।
এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসেওয়ের শেয়ার নিয়ে বিদেশি দুই কোম্পানি সমস্যার সমাধান করা হবে।