শনিবার , ১ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ২ শতাধিক ঘর পুড়ে ছাই

প্রতিবেদক
Newsdesk
জুন ১, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত। আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুড়ে গেছে দুই শতাধিক ঘর।

৮-এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর আগুনের তথ্য নিশ্চিত করলেও এর সূত্রপাত কীভাবে তা এখনও জানাতে পারেননি।

আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে হঠাৎ করে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানায় এপিবিএন।সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর দুপুর ২টার দিকে রামু স্টেশনের আরও একটি ইউনিট কাজে যুক্ত হয়। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্রসহ দুই শতাধিক স্থাপনা পুড়ে গেছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান। এর আগে গত ২৪মে একই ক্যাম্পে আগুনের ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা পুড়ে যায়।

সর্বশেষ - জাতীয়