বিনোদন ডেস্ক :
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে প্রতারণা করে একটি চক্র। তাদের নির্মূলের অভিযান নিয়েই নির্মিত হয়েছে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি। সব ঠিক থাকলে আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
এ প্রসঙ্গে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।
‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মুন্না খান নিজেই সিনেমাটির প্রযোজনা করেছেন।