মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢামেক থেকে বাচ্চু মিয়ার বিদায়, নতুন ইনচার্জ ফারুক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের নতুন ইনচার্জ হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্সপেক্টর মো. ফারুক।

আজ মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে এসে যোগ দেন ইন্সপেক্টর ফারুক। এর আগে তিনি মিরপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা যায়, এই ক্যাম্পে দীর্ঘ আট বছর দায়িত্বে থাকা ইন্সপেক্টর বাচ্চু মিয়াকে নিয়ম অনুযায়ী রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইন্সপেক্টর বাচ্চু মিয়া ২০১৩ সালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে মিশনে চলে যান। এরপর ২০১৬ সালে আবার এই ক্যাম্পের দায়িত্ব নেন। তখন থেকেই টানা আট বছর দায়িত্ব পালন করেন তিনি।

আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন তিনি। বাচ্চু মিয়া সবার কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদের বদলির সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ - জেলার খবর