নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধ্যাপক রোবেদ আমিনকে। দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনকে। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
১৮ আগস্ট আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মহাপরিচালকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ওইদনই রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বসানো হয়েছিল।
এরপর থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থক চিকিৎসক ও কর্মচারীদের একটি অংশ তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে সোচ্চার ছিল। মহাপরিচালকের পদ থেকে তাকে অপসারণের দাবিতে প্রায় প্রতিদিনই অধিদপ্তরের সামনে সমাবেশ করে আসছিল। এতে অনেকটা অচল হয়ে পড়ে সেখানকার কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগের আগে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন অধিদপ্তরের এনসিডিসি প্রকল্পের লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।