বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অবশেষে গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ শেষে গাজীপুর শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। দাবিদাওয়া মেনে নেওয়ায় খুশি সাধারণ শ্রমিকরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানা খোলায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে চলমান সংকটের সুরাহা হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকপক্ষের মাঝে। তবে আজও গাজীপুরে ১৪টি কারখানা বন্ধ রয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, গাজীপুরে সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২৬৩৩টি। অনিবন্ধিত কারখানা আছে ৪০০-৫০০টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে বিরাজ করছিল অস্থিরতা। তবে মঙ্গলবার তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়ায় স্বস্তি ফিরেছে।

সাদমা গ্রুপের চেয়ারম্যান সোহেল রানা বলেন, চলমান সংকটের সুরাহা হওয়ায় পোশাক শিল্পে স্বস্তি ফিরেছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পোশাক কারখানার কর্ম পরিবেশ যেকোনো মূল্যে স্থিতিশীল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ শ্রমিক ও মালিকপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গাজীপুরে আজ ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ায় তারা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন।

সর্বশেষ - জাতীয়