শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি :

গত তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে ধেয়ে আসা ঢলের কারণে তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদীবেষ্টিত নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে পানি ঢুকে পড়েছে।

কেল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. সুজন ইসলাম বলেন, গত তিন দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। এতে তিস্তা নদীর পানি বেড়ে গেছে। নদীর পানি আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বর্তমানে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। পানিতে চুলো ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। শুকনো খাবার খেয়ে কোনো রকমে দিন পার করছি।

পাগলপাড়া এলাকার কৃষক মোসলেম উদ্দিন বলেন, কিছু দিন হলো ধানের চারা লাগিয়েছি। সেই ক্ষেত ডুবে আছে। এভাবে বেশিদিন হলে চারা পঁচে যাবে।

জেলার একাধিক জনপ্রতিনিধি জানান, তিস্তার আশপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী অনেকের বাড়িতে পানি ঢুকেছে। তাদের খোঁজ রাখা হচ্ছে। ত্রাণ বিতরণের জন্য তালিকা করা হচ্ছে।

নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ডিমলা ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাবিত এলাকায় কাজ করছে। ত্রাণ বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। বন্যাকবলিত মানুষ ও পশু উদ্ধারে নৌকা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত