নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলিতে ১০ম শ্রেণির ছাত্র আনাস নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
আজ বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করেন নিহতের বাবা পলাশ।
অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দিয়েছিল দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য অলি-গলিতে ঢুকে গুলি করেছিল। তাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আনাস। আমরা ওই ঘটনার কিছু ভিডিও পেয়েছি।
আনাসের হত্যার ঘটনায় তার বাবা পলাশ সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ৫১টি অভিযোগ এসেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, প্রসিকিউশন অফিসে ৩৫টি এবং তদন্ত সংস্থায় ১৬ টি অভিযোগ দায়ের হয়েছে।