সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৭, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (৭ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত বরাবর এক লিখিত আবেদনে দুদক সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞার আর্জি করে।

আর্জিতে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আর্জিতে আরো বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে বিপুল পরিমান সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে তিনি অজ্ঞাত স্থান হতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তার স্বপক্ষে বক্তব্য প্রচার করছেন।

দুদক আরো বলে, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় চৌধুরী নাফিজ সরাফাত দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে চৌধুরী নাফিজ সরাফাতের বিদেশ গমন রহিত করা আবশ্যক ।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট থেকে আর্থিক খাতে আলোচিত নাম চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক ব্যাংকার চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান। তিনি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত। এ ছাড়া তার মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যমসহ নানা ব্যবসা রয়েছে।

সর্বশেষ - জাতীয়