বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৩, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ


কু‌ষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বি‌কেল ৪টার দি‌কে সদর উপ‌জেলার হাউ‌জিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার মৃত শামসুল হ‌কের ছে‌লে মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় ভা‌তিজা সিয়াম (১৩) আহত হয়ে‌ছে। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গের দা‌য়িত্বরত চি‌কিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প‌রিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপা খাতুন বি‌কেল ৪টার দিকে নিজের ঘরে ঝাড়ু দি‌চ্ছি‌লেন। এসময় ঘ‌রের ভেতর ঝু‌লে থাকা বিদ্যুতের তারে বিদ‌্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম এবং মেয়ে সাবা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা সালা‌মের ভা‌তিজাও বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে নি‌য়ে আসা প্রতি‌বেশী রা‌জিব ব‌লেন, বি‌কেলে সালা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে দেখ‌তে পাই বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে তিনি, তার স্ত্রী, মে‌য়ে ও ভা‌তিজা ঘ‌রের মে‌ঝে‌তে প‌ড়ে র‌য়ে‌ছে। সে সময় স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসক ৩ জন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

নিহত সালা‌মের চাচা‌তো ভাই সাইদুল জানান, সালামের শহ‌রের জেলখানা মো‌ড়ের ফ‌টোক‌পির দোকান র‌য়ে‌ছে। দুপু‌রে খাবার খাওয়ার জন‌্য বা‌ড়ি‌তে এসে‌ছি‌লে সে। ওই সময় ঘ‌রের ভেতর প‌রিবা‌রের সবাই অবস্থান কর‌ছিল। এক‌দিন আগেই বা‌ড়ি‌তে ইলেকট্রিকের কাজ ক‌রি‌য়ে‌ছি‌লেন ব‌লে জানান তি‌নি।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের দা‌য়িত্বরত চি‌কিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন ব‌লেন, তিনজন‌কে হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে তা‌দের মৃত ঘোষণা করা হ‌য়ে‌ছে। আহত আরেকজন‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

হাসপাতাল পু‌লিশ ক‌্যা‌ম্পের দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্য সো‌হেল জানান, তিনজ‌নের লাশ হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।

সর্বশেষ - জাতীয়