মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ করলো বিসিবি

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সহকারী কোচ হিসেবে দেশের কাউকে নিয়োগ দিতে যাচ্ছেন তারা। ওই সময় নাম প্রকাশ না করলেও মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করে।

মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসেছিলেন সালাউদ্দিন। এরপর তিনি ফারুকের সঙ্গে বৈঠক করেন। তখন থেকে গুঞ্জন ওঠে সালাউদ্দিন-বিসিবির মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। বিসিবি রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় দলে অবশ্য নতুন নন সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া এক বছর বিসিবি একাডেমির দায়িত্বেও ছিলেন তিনি। বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কোচ হিসেবে কাজ করেছেন ২৫ বছর। প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে পরিচিত তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার বিপিএল শিরোপা জিতিয়েছেন।

সালাউদ্দিনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেছেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, জাতীয় দলেরর কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিনের যা অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার রয়েছে, সেটা তাকে এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী হিসেবে যোগ্য করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের এই সিস্টেমে একীভূত করার সময় এসেছে।’

সর্বশেষ - জাতীয়