নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আবারও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে তাকে ছাড় দেওয়া হয়।
এর আগে গত ৪ নভেম্বর রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান খান। দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে সিসিইউতে ভর্তি করানো হয়।
ডিবি পুলিশে পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসার পরে সুস্থ হওয়ার কারণে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তাকে আবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।