নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় এক নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ দুটি উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এই দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত মো. জুবায়ের হোসেন বিপুল (২১) মোটরসাইকেল মিস্ত্রি এবং তার স্ত্রী মনিসা আক্তার (১৯) একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জুবায়েরের মরদেহ ফ্যানের সঙ্গে এবং মাইসার মরদেহ জানালার গ্রিলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, পুলিশ দুপুর ১২টার দিকে খবর পায়, এই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ। রামপুরা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জুবায়ের ও তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এই দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।