নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ভবিষ্যতে সরকার গঠনে সক্ষম হলে দেশব্যাপী স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদদের নামে স্থান ও প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘সারা দেশে স্বৈরাচার বিদায় করতে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য শহিদদের নামে মহানগর, জেলা ও থানা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানের নামকরণ করার চিন্তা রয়েছে বিএনপির। আর আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতার জন্য প্রচেষ্টা গ্রহণ করব।’
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলের।
চব্বিশের গণ-অভ্যুত্থানে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে ‘আমরা বিএনপি পরিবার’।
তারেক রহমান বলেন, ‘এক যুগের বেশি সময় ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতা-কর্মী আত্মাহুতি দিয়েছে। বহু নেতা-কর্মী অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানেও বহু মানুষ আত্মাহুতি দিয়েছেন, হতাহত হয়েছেন। তাদের পাশে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো সবার দায়িত্ব।’
তিনি বলেন, ‘এ ছাড়া বহু মানুষ জন্মগত বা বিভিন্ন কারণে পঙ্গুত্ববরণ করেছেন। বিএনপি আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। দেশের মানুষকে বলতে চাই, নিজ উদ্যোগে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কোনো সংগঠনের করতে হবে এটা জরুরি না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ বছর ধরে বিভিন্ন পর্যায়ে থেকে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। মানুষ তার কথা বলার অধিকার ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলনের খুব অল্পসংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করছি। আজকের এই প্রচেষ্টা খুবই ক্ষুদ্র।’
তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি একজন মানুষও। মানুষ হিসেবে আমি মনে করি, রাজনীতি যেমন দেশ ও মানুষের জন্য করি, ঠিক একজন মানুষ হিসেবে আরেকজনের বিপদ-আপদে সাহায্যের জন্য সবার এগিয়ে আসা উচিত।’
‘ডাক্তার বলেছে আর কিছু করা সম্ভব নয়’- আন্দোলনে পঙ্গু হয়ে যাওয়া আলামিনের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চিকিৎসাবিজ্ঞান বহুদূর এগিয়ে গেছে। আজ বা কাল হোক পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য কিছু করতে পারব। শুধু ১০ জন নয়, সারা দেশে বহু মানুষ আত্মত্যাগ দিয়েছে। তবে আমাদের থেমে থাকলে ঠিক হবে না। যে কয়েকজনকে পারি তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসা উচিত। শুধু রাজনৈতিক দল নয়, সমাজের সবাই যদি এগিয়ে আসে তাহলে বহু মানুষকে আমরা সহযোগিতা করতে সক্ষম হব।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, ‘আন্তর্জাতিক মিডিয়াতে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার করতে চার বছর লাগবে। কিন্তু কেন? অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কোনো মাস্টারপ্ল্যান আছে কি-না এটা আমাদের ভাবিয়ে তুলছে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল, মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এসব প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করত আওয়ামী লীগ। তাই যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার।’
আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল প্রমুখ।