কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর থানা-পুলিশের অভিযানে চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি ছোরা ও দুটি মোটরসাইকেল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, কক্সবাজার সদর থানা এলাকার আবিদ হাসান ওরফে মঞ্জুর আলম (২৪), আলমগীর (২২), জাহেদুল্লাহ (২৩) ও মো. আরমান (২২)।
তাঁদের মধ্যে আবিদের বিরুদ্ধে দুটি, আলমগীরের বিরুদ্ধে পাঁচটি এবং জাহেদুল্লাহর বিরুদ্ধে একটি মামলা আছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।