সিলেট প্রতিনিধি :
সিলেটের বিভিন্ন সীমান্তে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী মিনাটিলা, কালাইরাগ, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি জওয়ানরা রাতভর অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার জব্দ করা হয়েছে।
একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, শিং মাছ উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানীতে ব্যবহৃত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবির জওয়ানরা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।