নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাজারীবাগ এলাকায় কাঁচাবাজার সংলগ্ন একটি ট্যানারির গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।ভবনের ভেতরে দাহ্য পদার্থ মজুত ও ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রেস ব্রিফিংয়ে আসেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান- গোডাউনে জুতা, প্লাস্টিক ও লেদার কারখানার বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল।
ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে তিনি বলেন, ভবনটি অত্যন্ত পুরোনো এবং এতে কোনো ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।
তাজুল ইসলাম বলেন, আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল।আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘণ্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি এই কর্মকর্তা।