শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে ইরান। শুক্রবার (১৮ জানুয়ারি) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক মহড়া, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে দুই দেশ। চুক্তির পরপর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এই চুক্তি তাদের এগিয়ে নিয়ে যাবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয় বরং অর্থনীতি ও বাণিজ্যখাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে।

এছাড়া যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে বলে জানান পুতিন। আমলাতান্ত্রিক প্রভাব কমিয়ে গঠনমূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট।

 

সর্বশেষ - জেলার খবর