নিজস্ব প্রতিবেদক :
অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান, সরওয়ার জাহানের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার ৩৬১ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ও তা ভোগ দখলে রেখেছেন।
সরওয়ার জাহান নিজ নামে ৬টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ৪৯৫ টাকা জমা এবং ৫ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৯৩৯ টাকা উত্তোলনসহ মোট ১১ কোটি ৪৩ লাখ ৮৩, হাজার ৪৩৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ করেছেন।
‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এছাড়া সরওয়ার জাহানের স্ত্রী মাহমুদা সিদ্দিকা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এই অপরাধে মাহমুদা সিদ্দিকা ও তার স্বামী আ কা ম সরওয়ার জাহানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।