মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ছাড়া পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবুনিমা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

তিন দিন আটক থাকার পর ছাড়া পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি আবুনিমা। তিনি যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ইলেকট্রনিক ইন্তিফাদার (ইআই) নির্বাহী পরিচালক। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আলি আবুনিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুক্ত হওয়ার খবর জানান। এর আগে গত শনিবার জুরিখ থেকে তাকে আটক করে সুইজারল্যান্ডের পুলিশ। খবর আলজাজিরার।

ইলেকট্রনিক ইন্তিফাদার নির্বাহী পরিচালকের ওই পোস্টে জানান, সোমবার বিকেলে তাকে হাতকড়া পরিয়ে বিমানবন্দরে পৌঁছে দেয় সুইস পুলিশ। তিন দিন ও দুই রাত বন্দি থাকাকালে তাকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি তার আইনজীবীর উপস্থিতি ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি আইনজীবীর অনুপস্থিতিতে কথা বলতে অস্বীকৃতি জানান।

সুনির্দিষ্ট অপরাধ ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ তুলে আবুনিমা বলেন, ‘আমার বিরুদ্ধে সুইস আইন অমান্যের অভিযোগ করা হয়েছে। তবে আমি কী অপরাধ করেছি, তা জানানো হয়নি।’

এই সাংবাদিক বলেন, ‘আমার অপরাধ? একজন সাংবাদিক হওয়া, যিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন এবং ইসরায়েলের গণহত্যা ও নৃশংসতাকে যারা সমর্থন করেন, তাদের বিরুদ্ধে কথা বলা।’

বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে আবুনিমা বলেন, ‘আমি আনন্দিত। বাড়ি ফিরে মা-বাবাকে জড়িয়ে ধরতে এবং গোসল করে নিজের বিছানায় ঘুমানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাংবাদিকতা কোনো অপরাধ নয়। ফিলিস্তিনের পক্ষে কথা বলা অপরাধ নয়। বর্ণবাদী গণহত্যামূলক ইহুদিবাদের বিরুদ্ধে দাঁড়ানো অপরাধ নয়।’

গত শুক্রবার আবুনিমা একটি অনুষ্ঠানে যোগ দিতে জুরিখে পৌঁছান। পরদিন শনিবার বিকেলে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার। তবে এর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

সর্বশেষ - জেলার খবর