শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সেন্টমার্টিনে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনা আছে: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সেন্টমার্টিনে ভ্রমণে নয় মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ। প্রতিবছর মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হলেও এবার দুমাস আগেই বন্ধ হলো পর্যটকযাত্রা। সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ছাড়া স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনু্যায়ী নয় মাসের জন্য বন্ধ হলো সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় সুনশান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। এতে বিপাকে পর্যটন সংশ্লিষ্টরা।

এদিকে জাহাজ কর্তৃপক্ষ বলছেন, ৪ ফেব্রুয়ারি আদালতে একটি শুনানি রয়েছে। শুনানিতে ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল করবে কিনা সিদ্ধান্ত আসতে পারে, যার অপেক্ষায় রয়েছেন তারা। তবে সেন্টমার্টিন দ্বীপবাসির দাবি, ফেব্রুয়ারি মাসও যেন পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত থাকে।

এদিকে, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ঠিক রাখতেই স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর